আমি পড়তে চাই বিয়ে নয়, ১৫ বছরের মেয়েকে খুনের চেষ্টা বাবা-দাদা !


সোমবার,১৭/০৬/২০১৯
603

আমি পড়তে চাই বিয়ে নয়, ১৫ বছরের মেয়েকে খুনের চেষ্টা বাবা-দাদা! ১৫ বছরের এক নাবালিকাকে চরম খুনের চেষ্টার অভিযোগ বাবা ও দাদার বিরুদ্ধে। বিয়ে করতে রাজি না হওয়াতেই তাকে খুন করতে চায় বাবা ও দাদা, এমনটাই অভিযোগ তুলেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক ছাত্রী।ক্যানালের ধারেই মেয়েটিকে কুপিয়ে ফেলে রেখে চলে যায় বাবা ও দাদা পরে আসে দেখতে বেঁচে রয়েছে কিনা।তবে তার আগেই কোনও মতে সাঁতরে পালায় ওই মেয়েটি।

পরে নিজের জামাইবাবুর কাছে গিয়ে ঘটনার কথা জানায় মেয়েটি। মেয়েটির দাবি পড়াশোনা চালিয়ে যেতে চায় আমি। আমার বাবা একটি ক্যানালের ধারে নিয়ে গিয়েছিল আমাকে। সেখানেই দাদা আমার গলায় কাপড় পেঁচিয়ে ধরে। ছুরি দিয়ে পিছন থেকে আঘাতও করে। আমি ওদের কাছে আকুতি জানাই আমাকে ছেড়ে দেওয়ার। কিন্তু ওরা চায় আমি পড়াশোনা বন্ধ করে বিয়ে করে নিই।’মেয়েটির জবানবন্দি নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট