নিজস্ব প্রতিবেদন ; রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় টিম ইন্ডিয়ার অধিনায়কে। ওল্ড ট্র্যাফোর্ডে মহম্মদ আমির-ওয়াহাব রিয়াজদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। এছাড়া বিরাট কোহলি ৫১তম ওডিআই হাফ সেঞ্চুরিটি করে ফেললেন । একই সাথে ওল্ড ট্র্যাফোর্ডে দ্রুততম ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ভারত অধিনায়কের আউট নিয়ে আলোড়ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহম্মদ আমিরের বলটা হুক করতে চেয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। পাকিস্তানি ক্রিকেটাররা আউটের আবেদন করেন। কিন্ত কোহলি আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে তিনি প্যাভিলনের দিকে হাটতে থাকেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় তাঁর ব্যাটে বল লাগেনি। এরপরই এই আউট নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে যাই হোক নতুন রেকর্ড করে ফেললেন ভারত অধিনায়ক। তাঁর দুর্দান্ত ইনিংসে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা।
ওল্ড ট্র্যাফোর্ডে দ্রুততম ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি
সোমবার,১৭/০৬/২০১৯
734
বাংলা এক্সপ্রেস---