ধাওয়ানের পর বিশ্বকাপের বাইরে এবার ভুবনেশ্বর কুমার


সোমবার,১৭/০৬/২০১৯
705

ন্যাথান কুল্টার-নাইলের বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বা হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপের বাইরে ছিটকে গিয়েছেন আগেই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।এবার হ্যামস্ট্রিংয়ের চোটে টিমের পরবর্তী কয়েকটি ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন ভুবনেশ্বর কুমার।পাকিস্তানের বিরুদ্ধে ২.৪ ওভার বল করে কোনও উইকেট তুলতে না পারলেও মোটে ৮ রান খরচ করেন ভুবনেশ্বর কুমার।

পাকিস্তান ইনিংসের পঞ্চম ওভারের বল করার সময় ডেলিভারির ঠিক আগের মুহর্তে পপিং ক্রিজে ভুবনেশ্বরের পা পিছলে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাঠ ছেড়ে দেন।হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় ম্যাচে আর বল করেননি ভুবনেশ্বর কুমার। অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের শেষে ইঙ্গিত দিলেন যে, সম্ভবত পরবর্তী দু-তিনটি ম্যাচে খেলতে পারবেন না ভুবনেশ্বর কুমার। অধিনায়ক বিরাট কোহলি বলেন, “ভুবনেশ্বরের হালকা চোট লেগেছে”।

টুর্নামেন্টের পরবর্তী সময়ে ভুবনেশ্বর কুমার নিশ্চিত টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে পারবে। সম্ভবত দু’টি বা তিনটি ম্যাচে খেলতে পারবে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট