এখন তৈরি হবে রামমন্দির’, হুংকার বিজেপি নেতার


রবিবার,১৬/০৬/২০১৯
385

এখন তৈরি হবে রামমন্দির’, হুংকার বিজেপি নেতার, লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের রামমন্দির বিতর্কে ধুয়ো দেওয়া শুরু করল বিজেপি। আজ শনিবার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য এই মর্মে ঘোষণা দেন যে শীর্ষ আদালতে অযোধ্যা বিধানের সমাধান না হলে বিজেপি আইন করে তৈরি করবে রাম মন্দির। ইতিমধ্যে সংসদের বাদল অধিবেশনের আগে দলের ১৮ সাংসদকে নিয়ে অযোধ্যায় আসছেন খোদ শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে চাপ সৃষ্টি শুরু করেছে রামমন্দির ইস্যুতে মোদী সরকারের উপরে।

যার ফলে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এদিন বক্তব্যে এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন।সম্প্রতি অযোধ্যায় গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, খুব শীঘ্রই রাম মন্দিরনির্মাণের বিষয়ে তিনি আশাবাদী। তারা বলে রামের কাজ করতে হবে মন্দিরে এজন্য মন্দির তৈরি করতে হবে। এ বিষয়ে সুর চড়ালেন মোহন।শনিবার এক ধর্ম সংসদে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ সরকারের উপমুখ্যমন্ত্রী মৌর্য। সেখানে মন্দির নির্মাণের স্বপক্ষে জোর সওয়াল করেন তিনি। রামমন্দির জমি বিতর্ক বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট