শুধু প্র্যাকটিস ম্যাচ চলছে ফাইনাল ম্যাচ এখনও বাকি আছে,আমরা যদি মারি হসপিটালে একটি বেডও খালি থাকবে না : দিলীপ ঘোষ


শনিবার,১৫/০৬/২০১৯
501

পশ্চিম মেদিনীপুর:- বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নতুন সংসদ দিলীপ ঘোষ লোকসভা ভোটে জয়লাভের পরেই প্রথম সমর্থনে সভা সেরে ফেললেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় এলাকায়,এ দিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভোটের সময় যে সব কর্মী পুলিশের মিথ্যা মামলায় বাড়ি ছাড়া তাঁদের বক্তব্য কবে বাড়ি ফিরব সেক্ষেত্রে দিলীপ ঘোষ বলেন কতদিন মার খাবেন এ বার তোমার দেওয়া শিকল এমনই বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ,শুধু তাই নয় তিনি আরও বলেন একটা একটা শুধু প্র্যাকটিস ম্যাচ চলছে ফাইনাল ম্যাচ এখনও বাকি আছে,আমরা যদি মারি হসপিটালে একটি বেডও খালি থাকবে না,এমনই কটাক্ষ করেন দিলীপ ঘোষ,এখানেও খামতি দেননি তিনি তিনি আরও বলেন এখনও পর্যন্ত আমরা শুধু চোখ দেখিয়েছি তাতে দিদি চারদিকে বলে বেড়াচ্ছে আমরা নাকি তাদের কর্মীদের মারধর করেছি,

এখন কিছু পুলিশ অফিসার রয়েছেন যাঁরা আমাকে দেখে মস করা করেন দাদা আপনাদের সাথে আছি আমরা সবাইকে চিনি,কিছু পুলিশ অফিসার আছেন যাঁরা পরিবর্তন হয়ে গেছে আর কিছু এখন পুলিশ অফিসার ভাবেন আবার তৃণমূল ঘুরে আসছে,তাদের উদ্দেশ্যে বলি স্বপ্ন দেখবেন না,অন্য দিকে এক বছরের মধ্যে রাজ্যের পার্লামেন্ট ভেঙে দেবে এমনই হুঙ্কার দেন দিলীপ ঘোষ,অন্য দিকে এনআরএস কাণ্ডে ডাক্তারদের হয়ে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন,বাইরে থেকে কয়েকটা গাড়ি ভর্তি লোকে সেই ডাক্তারদের ক্রিমিনালদের মতো মেরে গেল আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল,এমনই বলে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ,অন্যদিকে পুলিশকে বাঁশ গাছে বেঁধে জল খেতে না দেওয়ার কটাক্ষ করেন দিলীপ ঘোষ,এই দিন এই সম্বর্ধনা সভায় 250 তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন,এ দিন এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন,জেলা সভাপতি সমিত কুমার দাস শহ একাধিক নানান কর ব্লক বিজেপি কর্মী সমর্থক

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট