টিকটক ভিডিও শ্যুট করতে গিয়ে মৃত্যু হল  ১৯ বছরের যুবকের


শনিবার,১৫/০৬/২০১৯
418

আসল বন্দুক নিয়ে টিকটকের ভিডিয়ো তৈরিতে মত্ত ছিল তিন বন্ধু। হঠাৎ বন্দুক থেকে গুলি ছিকটে বেরিয়ে এসে লাগে এক বন্ধু গায়ে। তারপর সঙ্গে সঙ্গে সেখানেই মৃত্যু হল এক ১৯ বছরের যুবকের। যুবকটি শিরডির বাসিন্দা নাম তার প্রতীক সন্তোষ ওয়াড়েকার জানা গেছে পুলিশ সূত্রে।

কাকার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল প্রতীক, তার সঙ্গে ছিল সানি পোপাট পাওয়ার ও নীতিন অশোক ওয়াড়েকার নামে তার দুই বন্ধু।একটি হোটেলে ঘর বুক করেছিল সেখানে তারা। সেই হোটেলের ঘরেই তারা টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত ছিল। একটি দেশি পিস্তল নিয়ে তিন বন্ধু মিলে শ্যুটিং করছিল। সানির হাতে ছিল দেশি পিস্তলটি।

ভুল করে সানির হাত থেকে প্রতীকের বুকে গিয়ে লাগে বন্দুকের গুলি। তারপর  পুলিশেকে খবর দেয় হোটেলের মালিক সানি পোপাট পাওয়ার ও নীতিন অশোক ওয়াড়েকারকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটা খুটিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট