দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টিতে খানিক ভিজলেও,গরম কিন্তু কমছে না!বইতে পারে ঝড়ো হাওয়াও। যার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হতে পারেএরকমিপূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে রাজ্যের অনেক অংশে। মন্সুন সিজনের নির্ধারিত সময় পার হলেও দেখা নেই বর্ষার। আর এই ভরা জ্যৈষ্ঠে সূর্যের তীব্র কিরণ। যার জেরে শুক্রবার মরশুমের উষ্ণতম দিন কাটাল কলকাতায়। এ দিন শহরে তাপমাত্রার পারদ গিয়ে পৌঁছয় ৪০ ডিগ্রি। যা গত কয়েক মাসে হয়নি শহর কলকাতায়।তবে, স্বস্তির বিষয় এই যে রাএবেলা কলকাতা ও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী দু এক দিনের মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টিতে খানিক ভিজলেও,গরম কিন্তু কমছে না
শনিবার,১৫/০৬/২০১৯
586