বাবাকে হাত-পা বাঁধা অবস্থায় পাঁচদিন গৃহবন্দী রাখার অভিযোগ উঠল পাটনার ২গুণধর ছেলের বিরুদ্ধে। বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর সাধ মেটেনি তাদের। ৮৫বছর বাবাকে হাত পা বাঁধা অবস্থায় ঘরের মধ্যে খাটের তলায় ফেলে রাখেন তারা। পাঁচ দিন ধরে জল খাওয়ার না দিয়ে প্রহাররত অবস্থায় ফেলে রাখা হয়। পাঁচ দিন পর স্থানীয় বাসিন্দাররা বৃদ্ধের কান্না ও চেঁচামেচি শুনে খবর দেন থানায়। কানসি থানার পুলিশ ঘরের গেট ভেঙে উদ্ধার করে বৃদ্ধকে। ওই বৃদ্ধ পাঞ্জাব থেকে পাটনা গিয়ে কাজ করে ছেলেদেরকে মানুষ করেছিল। অশোক কুমার নারায়ন ও রবীন্দ্র নারায়ন এ বলে আমায় দেখ ও বলে আমায়। স্থানীয় পুলিশ ছেলে দুটিকে আটক করেছে বলে জানা গিয়েছে। বৃদ্ধটি পার্টনার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । পুলিশ গোটা বিষয়টি খতিয়েদেখছেন।
বাবাকে হাত-পা বাঁধা অবস্থায় পাঁচদিন গৃহবন্দী রাখার অভিযোগ উঠল পাটনার ২ গুণধর ছেলের বিরুদ্ধে
শনিবার,১৫/০৬/২০১৯
384