চিকিৎসা পরিষেবা অচলাবস্থা নিয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্রের বিবৃতি


বৃহস্পতিবার,১৩/০৬/২০১৯
598

নৈরাজ্যের গ্রাসে রাজ্যের সরকারী চিকিৎসা পরিষেবা। এই অচলাবস্থা কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হচ্ছে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে সমস্যার নিষ্পত্তি করতে হবে। চিকিৎসকদের ওপর হামলা, আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। তারসঙ্গেই জরুরী বিষয় হল এই মুহূর্তে রাজ্যের সরকারী চিকিৎসা পরিষেবা না পাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারন মানুষ।

গত সোমবার ১০ই জুন সন্ধ্যায় নীলরতন সরকার হাসপাতালে জনৈক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত। এরপর গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। পুলিসের সামনেই জুনিয়ার চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে। সরকারী হাসপাতালগুলি থেকে এখনও পরিষেবা পাচ্ছেন না রোগীরা। এমন অচলাবস্থা কাটাতে অবিলম্বে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে নিষ্পত্তি করতে হবে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীকেই।

তারিখ: ১২ জুন, ২০১৯

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট