বিশ্বকাপের বাইরে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান!!!


বৃহস্পতিবার,১৩/০৬/২০১৯
610

বিরাট ধাক্কার সম্মুখীন ভারত। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান বিশ্বকাপের বাইরে! ভারতের জন্যে খুবই দুঃখজনক ব্যাপার। ন্যাথান কুল্টার-নাইলের বলে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বা হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট পান ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। চোটের কারনে আগামি তিন সপ্তাহ বিশ্বকাপ ম্যাচ খেলতে পারবেন না ওপেনার শিখর ধাওয়ান। তবে বুড়ো আঙুলের যন্ত্রণা উপেক্ষা করেই ম্যাচ জেতানো সেঞ্ছুরি করেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। চোটের কারনে ফিল্ডিং করতে নামতে পারেনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, রবীন্দ্র জাদেজা ফিল্ডিং করেন পরবর্তী পঞ্চাশ ওভার।

ভারতীয় দলের ফিজিও প্যাটট্রিক ফারহাট মঙ্গলবার শিখর ধাওয়ানের আঙুল স্ক্যান করার পর ম্যানেজমেন্টকে জানিয়ে দেন ম্যাচ খেলতে পারবেন না ওপেনার শিখর ধাওয়ান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার ভারতের পরবর্তী ম্যাচ। দলে সুযোগ পেতে পারেন দীনেশ কার্ত্তিক ওপেনার শিখর ধাওয়ানের পরিবর্তে। এবং কে এল রাহুল কে দেখা যেতে পারে ওপেনার রোহিত শর্মার সঙ্গে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট