মদ্যপান অবস্থায় সমকামে লিপ্ত থাকা চলাকালীন লিঙ্গ কেটে খুন


বৃহস্পতিবার,১৩/০৬/২০১৯
500

মদ্যপান অবস্থায় সমকামে লিপ্ত থাকা চলাকালীন লিঙ্গ কেটে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির উপর। পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে,তার বয়স অনুমান ৩৫ বছর। এই নিশংস খুনের ঘটনা ঘটে চেন্নাই এর রেটারিতে মে মাসে। ধৃত কে মুনিয়াসামী,আসলাম বাশাকে খুন করে বলে অভিযোগ।নারায়ণ পেরুমল নামে আর এক মদ্যপান ব্যাক্তিকে সে একুই রকম ভাবে খুন করার চেষ্টা করে।অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ আর দিনাকরণ জানিয়েছেন, দুটি ঘটনার ক্ষেত্রেই একই ব্যক্তিকে CCTV-র ফুটেজে ধরা পড়ে।এক মাছ ব্যবসায়ী CCTV ফুটেজ দেখা মাত্রই পুলিশকে ফোন করে যে,একইরকম ব্যক্তি তাঁর কাছে কাজ করত।তৎক্ষনাত পুলিস সুপার সেই সুত্র ধরে অভিযুক্ত মুনিয়াসামীকে গ্রেফতার করে।মুনিয়াসামী পুলিশের সামনে অপরাধ স্বীকার করে নেয়।পুলিশ ২৫ মে আসলামকে রেটারি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে।তাঁর লিঙ্গ কাটা অবস্থায় মেলে।আসলাম গভির মদ্য পান অবস্থায় থাকায় কে তাঁর লিঙ্গ কাটল তা নিশ্চিত জানাতে পারেনি পুলিস কে।চেন্নাই পুলিশ কমিশনার তার মৃত্যুর পরে মামলা দায়ের করে।

এরপর পয়লা জুন একুই ঘাটনা ঘাটে নারায়নের সঙ্গে,পুলিশের সন্দেহ এই যে,নারায়ন এর ঘটনার সঙ্গে আসলামের ঘাটনার সংযোগ রয়েছে।নারায়ন সমকামে লিপ্ত হওয়ার কথাও স্বীকার করে নেয়।এরপর খতিয়ে দেখা গিয়েছে যে,দুটি জায়গাতেই উপস্থিত ছিল অভিযুক্তকারী ব্যক্তি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট