নিজস্ব প্রতিবেদন ; আজ ট্রেন্টব্রিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বিরাটের ভারত। পর পর ম্যাচ জয়ের পর দারুন ছন্দে রয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বিরাট কোহালির ভারত। তবে অন্যদিকে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের অতীত রেকর্ড ভাল। ইতিমধ্যে তিনটির মধ্যে তিনটি ম্যাচ জিতেই লিগ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। তবে অনেক বিশেষজ্ঞের মতে, এই ম্যাচে আসল লড়াই হবে দুইদেশের পেসারদের মধ্যে। এক দিকে যেমন আছেন বুমরা, ভুবি, হার্দিকরা, তেমনই অন্য দিকে আছেন বোল্ট, ফার্গুসন, হেনরি, নিসামের মতো তারকা। তবে সুত্রের খবর আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যাই হোক দুটি দল দুর্দান্ত ছন্দে রয়েছে চলতি বিশ্বকাপে। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটা দলই এই মুহূর্তে নজর রাখছে ভারত বনাম নিউজ়িল্যান্ড ম্যাচের দিকে। এছাড়া এক অসাধারন ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ট্রেন্ট ব্রিজে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড
বৃহস্পতিবার,১৩/০৬/২০১৯
684
বাংলা এক্সপ্রেস---