রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে তারা লালবাজার অভিযান চালাবে।আজ সেই লালবাজার আভিযান কার্মসূচি।সূত্রে জানা গিয়েছে,মিছিলটি সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে গাঙ্গুলি স্ট্রিট হয়ে এগোবে লালবাজারের দিকে।সেখানকার পরিস্থিতি নিরাপত্তার জন্য মোতায়ন করা হয়েছে ৩ হাজার পুলিস।সমস্ত ঘটনাটি তদারকি করবে অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি।আরও থাকবে কুইক রেসপন্স টিম, মোবাইল ভ্যান। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।
রাজ্য বিজেপির পক্ষ থেকে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে তারা লালবাজার অভিযান
বুধবার,১২/০৬/২০১৯
730