নিজস্ব প্রতিবেদন ঃ চলতি আই পি এলে দুরন্ত ছন্দে ছিলেন ঋশভ পন্থ। তার ব্যাটিং ঝড় মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পান টীম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। যদি ধাওয়ান পরের ম্যাচ গুলি খেলতে না পারেন তাহলে তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে এদিন প্রাক্তন ইংল্যান্ড তারকা ক্রিকেটার কেভিন পিটারসন জানান ঋষভ পন্থই হয়ে উঠতে পারেন শিখর ধাওয়ানের যোগ্য পরিবর্ত। অন্যদিকে প্রাক্তন ভারত অধিনায়ক গাওস্কর সাফ জানিয়ে দিয়েছেন, ধওয়নের সেরা পরিবর্তের নাম ঋষভ। তবে সুত্রের খবর ভারতীয় দল মঙ্গলবার রাতে সিদ্ধান্ত নিয়েছে যে আহত শিখরকে দলের সঙ্গে এখানেই রেখে দেওয়া হবে। দলের সঙ্গে যে মেডিক্যাল টিম রয়েছে তাদের পর্যবেক্ষনেই তিনি আপাতত থাকবেন। দল অপেক্ষায় থাকছে। কত দ্রুত সু্স্থ হয়ে উঠতে পারেন শিখর তার জন্য।
ঋষভই প্রথম পছন্দ প্রাক্তন দুই তারকা ক্রিকেটারের
বুধবার,১২/০৬/২০১৯
737
বাংলা এক্সপ্রেস---