সাংবাদিক প্রশান্ত কানোজিয়ার পুলিশ গ্রেফতারি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র বিপদের মুখে পড়ে যোগী সরকার


মঙ্গলবার,১১/০৬/২০১৯
454

সাংবাদিক প্রশান্ত কানোজিয়ার পুলিশ গ্রেফতারি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র বিপদের মুখে পড়ে যোগী সরকার।শীর্ষ আদালতের নির্দেশ অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আপত্তিকর টুইটের অভিযোগে সোমবার সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার প্রশান্ত কানোজিয়ার স্ত্রী গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।সুপ্রিম কোর্ট জানাই নাগরিকের বাক স্বাধীনতা অলঙ্ঘনীয়, এই নিয়ে কোনো আলোচনার দরকার নেই। সংবিধান মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তাহলে কি করে তাকে জেলে ভরা হলো বলে প্রশ্ন তোলে আদালত।এই সঙ্গে কোট এটা স্পষ্ট করে যে কোনোভাবেই প্রশান্ত কানোজিয়ার টুইটকে সমর্থন করেনা আদালত।তার মুক্তির সঙ্গে মান্যতা পাবে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। প্রশান্ত এর গ্রেফতার এর পরই উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। সাংবাদিকের গ্রেপ্তারি পরও সমালোচনা করে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া।সুপ্রিম কোর্টের নির্দেশ এর পর আপাতত জামিনে মুক্তি উত্তরপ্রদেশের সাংবাদিক প্রশান্ত কানোজিয়ার।* এই ঘটনায় মোট গ্রেপ্তার হয় চারজন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট