“নন্দীগ্রামের যেমন খুনি মুখ্যমন্ত্রীর কথা উঠেছিল, তেমন এখন খুনি মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়”-মুকুল রায়


মঙ্গলবার,১১/০৬/২০১৯
727

সন্দেশখালির ন্যাজাটে সংঘর্ষের ঘটনা নিয়ে মুকুল আজ বলেন, “আমি ন্যাজাট গেছিলাম । যে দু’জন মারা গেছে এবং যাঁরা নিখোঁজ, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে এসেছি । নন্দীগ্রামের যেমন খুনি মুখ্যমন্ত্রীর (বুদ্ধদেব ভট্টাচার্য) কথা উঠেছিল, তেমন এখন খুনি মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর শাড়িতে রক্তের দাগ লেগে আছে । বাদুড়িয়ায় বস্তা ভরতি মাংস পাওয়া গেছে । প্রশাসন বলছে, ওটা পশুর কিন্তু বিষয়টি সন্দেহজনক । বাংলাদেশ থেকে ন্যাজাটে অস্ত্র ঢোকে । আমরা চাই বিষয়টি নিয়ে NIA তদন্ত হোক । নির্বিচারে গুলি চালানো হয়েছে ওখানে । আমার কাছে তালিকা আছে বাংলায় BJP-র কতজন কর্মী মারা গেছেন ।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট