শিয়ালদা- ট্যাংরা ও শিয়ালদা বামনঘাটা রুটে অটো বন্ধ


সোমবার,১০/০৬/২০১৯
607

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর কলকাতার বিভিন্ন অটো রুটে বিভিন্ন দাবিতে অটো বন্ধের ঘটনা ঘটে চলেছে। এবার অটোচালকদের আন্দোলনের জেরে অটো বন্ধ হয়ে গেল কলকাতার দুটি রুটে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন সকাল থেকে শিয়ালদা -ট্যাংরা এবং শিয়ালদা- বামন ঘাটা রুটের অটো চালকরা অবৈধ অটো বন্ধের দাবিতে অটো চলাচল বন্ধ করে দেন। অটোচালকদের অভিযোগ, অবৈধ ভাবে বহু অটো এই রুটে চলতে থাকায় যাদের বৈধ কাগজপত্র রয়েছে সেইসব অটো চালকরা চরম লোকসানের সম্মুখীন হচ্ছেন।

তারা তাদের অভিযোগ অটো ইউনিয়নের কর্তাদের জানালেও কোন ব্যবস্থা নেননি অটো সংগঠনের নেতারা। আরো নতুন করে বেশ কয়েকটি অটো এই রুটে দেয়া হবে বলেও শোনা যাচ্ছে বলে জানান অটো চালকরা। অটো সংখ্যা বেড়ে গেলে তাদের রুটি-রুজিতে টান পড়বে বলে অভিযোগ করেন অটোচালকদের বড় অংশ। আর সেই কারণ এই এদিন সকাল থেকে এই দুটি রুটে অটো চলাচল বন্ধ করে দেন অটো চালকরা। তারা দাবি জানিয়েছেন, অটো ইউনিয়ন ও পুলিশ প্রশাসন তাদের দাবি মেনে অবৈধ অটো চলাচল বন্ধ করার নির্দেশ দিক। তাদের দাবি না মানা হলে এই রুটে অটো চলাচল বন্ধ করে রাখবেন বলে জানিয়েছেন তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট