বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল ইংল্যান্ড


রবিবার,০৯/০৬/২০১৯
660

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ । টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। এদিন শুরু থেকেই দারুন ছন্দে দেখা যায় ইংল্যান্ড দলকে। জেসন রয় ও জনি বেয়ারস্টো লম্বা ইনিংসে ভর করে রানের পাহাড়ে পৌঁছায় ইংল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ইনিংস খেলতে দেখা যায় ইংল্যান্ডের টপ অর্ডারকে। অন্যদিকে বাংলাদেশে শুরুতেই আঘাত হানতে পারেনি ফলে পাহাড় সমান রানে পৌঁছায় ইংল্যান্ড শিবির। এদিন ১২১ বলে ১৫৩ রান করে আউট হন জেসন রয়। শেষ পর্জন্ত ৩৮৬ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে পর পর উইকেট হারিয়ে চাপে পরে যায় বাংলাদেশ। এরপর তিন নম্বরে নেমে বাংলাদেশ ইনিংসের হাল ধরেন শাকিব আল হাসান। তাঁর সঙ্গে লড়াই শুরু করেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের ঝোড়ো বোলিংয়ের সামনে আর কেউই টিকতে পারেননি। কিন্তু শেষ রক্ষা হল না শেষমেশ ২৮০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। সব মিলিয়ে সোফিয়া গার্ডেনে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল ইংল্যান্ড।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট