প্রতি শনিবার শহর ভিজিট করবেন মেয়র


শনিবার,০৮/০৬/২০১৯
638

কলকাতা মহানগরীর বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে এখন থেকে প্রতি সপ্তাহের শনিবার ভিজিটে বেরোবেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন ঠাকুরপুকুর ডায়মন্ড পার্কে বরো 16 অফিসে যান। মেয়র ফিরহাদ হাকিম ভিসিট করলেন। তিনি বলেন যে প্রতি শনিবার প্রতি বরো ভিসিট ও কাউন্সিলর দের সাথে মিটিং করবেন। বরো 16 তে এখন অনেক অসুবিধা আছে ,সেগুলা দেখতে এসেছি বলে জানান মেয়র।সমস্যা কিভাবে দূর করা যাবে সেই নিয়ে আলোচনা করা হলো।আবার আলোচনা হবে কাউন্সিলর দের সাথে ও বরো চেয়ারম্যান থাকবেন।

এদিন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র।তিনি বলেন, প্রচুর জায়গায় ঝামেলা করছে বিজেপি। সেটা ঠেকাতে গেলে পুলিশেরর ওপর আক্রমণ করছে। বিজেপি যেভাবে সেন্ট্রাল দখল করেছে, বাংলা দখলও করতে চাইছে। কিন্তু বাংলা তে তা হবেনা। বাংলার মানুষ মেনে নেবেন না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট