খবরইন্ডিয়াঅনলাইনঃ টোকিও’র দক্ষিণ পশ্চিমাঞ্চলে কায়াসাকিতে দুটি পাশাপাশি হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে চারজনের প্রাণহানি ও অপর ১৯ আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার সকালে এ ঘটনাটি ঘটে।
কোয়াসাকির দমকল বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, কাঠের ভবনে থাকা ৬০ জনের মধ্যে কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
হাসপাতালে তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে । ধ্বংসস্তূপের মধ্যে একজনে মৃতদেহ পাওয়া গেছে।
এ ব্যাপারে বার্তাসংস্থা কিয়োডো জানিয়েছে, ১০ জনেরও বেশি লোকের সন্ধান পাওয়া যাচ্ছে না। দুটি ভবনই পুরোপুরি পুড়ে গেছে। আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে.