উত্তর 24 পরগনা জেলার নিমতায় খুন হন তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কুন্ডু। এই ঘটনায় ওই এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে। এই ঘুমের পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অবশ্য তৃণমূলের এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতারা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই ওই তৃণমূল নেতা খুন হয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছে বিজেপি। এই রাজনৈতিক চাপানউতোর যখন চলছে তখন নিহত নেতার পরিবারের সঙ্গে দেখা করবার সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে উত্তর দমদমের নিমতায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের কাজ সেরে বিকেলে তিনি দেখা করতে যাবেন নিহত তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর পরিবারের সঙ্গে।
নিমতায় নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার,০৬/০৬/২০১৯
525