ঝাড়গ্রাম :খুশির ঈদে শান্তি ও সম্প্রতি রক্ষার বার্তা দিলেন বিনপুরের নয়াগ্রামের ইমাম মহম্মদ শেখ শাকিল আখতার। এদিন ঈদগাতে ৩০০০ মুসলিম ধর্মালম্বী মানুষজনের সমাগম হয়। সকলেই নামাজ পড়েন। তারপর নিজেদের মধ্যে আলিঙ্গন করে খুশির দিনটি পালনের জন্য। সবশেষে শান্তি ও সম্প্রতির উদ্দেশ্য বার্তা দেন ইমাম মহম্মদ শেখ শাকিল আখতার।
খুশির ঈদে শান্তি ও সম্প্রতির বার্তা বিনপুরের নয়াগ্রামে
বুধবার,০৫/০৬/২০১৯
704