ঝাড়গ্রাম জেলায় ভাঙ্গন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান


মঙ্গলবার,০৪/০৬/২০১৯
746

ঝাড়গ্রাম :- লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮ টি আসনে জয়লাভ করেছে।জঙ্গলমহলেও জয়ী হয়েছে বিজপি।তারপর থেকে বিভিন্ন দল থেকে বিজপি তে যোগদানের লাইন ক্রমশ বাড়ছে।শাসক দলে দেখা দিয়েছে ভাঙন।ঝাড়গ্রাম জেলার বিনপুর গ্রাম পঞ্চায়েতের

তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মনিমালা দাস এদিন বিজেপি তে যোগদান করে।তিনি কুই সংসদ থেকে জয়ী হয়েছিলেন।

বিজেপির ঝাড়গ্রাম বিধানসভা পর্যবেক্ষক আজয় চক্রবর্তী দলীয় পতাকা তুলে দেন।বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বিজেপির।বিজপি জয়ী পঞ্চায়েত সদস্য ৭ ও তৃণমূল ৪ ছিল।যোগদানের পর বিজপির ৮ হল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট