নিজস্ব প্রতিবেদন ; বিশ্বজুড়ে বিশকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে। আর তারই শুভ উদ্বোধন হল বুধবার। বাকিংহাম প্যালেসে ঠিক পাশেই সুবিশাল লন্ডন মলে একে একে হাজির হলেন বিশ্বকাপে অংশ নেওয়া দশটি দলের প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন বিনোদন জগতের মানুষজন। এক মঞ্চে দেখা গেল দশ অধিনায়ককে। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে লন্ডন মলে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে সাক্ষাৎ করেন সব দলের অধিনায়করা। শেষ পর্বে গত বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে ট্রফি আনেন ক্লার্ক। পাশাপাশি এই উদ্বোধনী অনুস্টানে হাজির ছিলেন ক্রিকেট প্রেমীরা।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান কিংবদন্তিদের উপস্থিতিতে চাঁদের হাট
বৃহস্পতিবার,৩০/০৫/২০১৯
837
বাংলা এক্সপ্রেস---