তৃণমূলের মদতে এলাকায় 5 বছর ধরে ডাক্তারি ভুয়ো ডাক্তারের। প্রতিবাদে চিকিৎসা কেন্দ্রে তালা গ্রামবাসীদের ।


রবিবার,২৬/০৫/২০১৯
704

পশ্চিম মেদিনীপুর:- নেই কোনো বৈধ কাগজপত্র।বাড়ির লোকে জানে না ডাক্তার কি না।তবে গ্রামবাসীদের অভিযোগ বর্তমান শাসক দলের মধ্যে বেলদা থানা এলাকার মান্না গ্রামে চুটিয়ে ব্যবসা করত এক ভুয়ো ডাক্তার।অভিযুক্তের নাম তুফান নায়েক।বাড়ি বেলদা থানার অন্তর্গত মান্না গ্রামে।গ্রামের এক কোনায় তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছেই পাঁচ বছর ধরে ওষুধ বিক্রি এবং হাতুড়ে ডাক্তারি করত সে।তবে তার বৈধ কাগজপত্র এবং ডাক্তারি প্রমাণপত্র গ্রামবাসীরা দেখতে চাইলে দেখাতে না পেরে এলাকা ছেড়ে পালিয়ে যায় তুফান নায়েক।তবে তার পরিবারের দাবি একজন practitioner’s হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতো সে।আর নিজের এলাকায় রক্তের নমুনা সংগ্রহ করত।পুলিশকে মুখেই জানানো হলে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ বাহিনী।পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।পরে তুফান নায়েক ঘটনাস্থলে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।পুলিশি হস্তক্ষেপে নিজের চেম্বার খোলে তুফান নায়েক।তার অভিযোগ তৃণমূল সমর্থন করে বলে গ্রামবাসীরা তার ব্যবসা বন্ধ করতে চাইছে।উভয়ের পক্ষ থেকে বেলদা থানায় অভিযোগ জানাচ্ছে॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট