সন্ত্রাসী হামলায় নাগাল্যান্ডে হত আসাম রাইফেলসের ২ জওয়ান , আহত ৩


রবিবার,২৬/০৫/২০১৯
419

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেস্ক: উত্তর -পূর্বের নাগাল্যান্ডে শনিবার এক সন্ত্রাসী হামলায় ২ জন জওয়ান নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ জওয়ান। আহত ও নিহতরা আসাম রাইফেলস এ কর্মরত ছিলেন। মন জেলায় সশস্ত্র উগ্ৰপন্থীরা গুলি চালালে জ‌ওয়ানরা হতাহত হন। ঘটনাস্থলেই মারা যান ২ জন বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসম রাইফলসের একটি কনভয়কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসীরা।এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেনি কোন উগ্রপন্থী সংগঠন। এনএসসিএন এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। উল্লেখ্য, মাত্ৰ তিন দিন আগে সন্দেহযুক্ত এনএসসিএন (আইএম) এর সশস্ত্র সন্ত্রাসীরা তিরাপ জেলায় অরুণাচল প্রদেশের বিধায়ক তিরং আবহ ও তাঁর পুত্রসহ ১১ জনকে গুলি করে হত্যা করেছিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট