বাংলা এক্সপ্রেস, যাদবপুর: সব জল্পনা কল্পনার অবসান। যাদবপুর লোকসভা কেন্দ্রে থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রুপলি পর্দা থেকে প্রথমবার রাজনৈতিক ময়দানে নেমেই বড়সড় সাফল্য। যাদবপুর লোকসভা কেন্দ্রের তারকাখচিত তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সঙ্গে বিজেপি প্রার্থী ডঃ অনুপম হাজরা এবং বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে জোরদার লড়াই হবে বলে রাজনৈতিক মহল মনে করেছিল। বৃহস্পতিবার হল উল্টোটা! ভোট গণনার শুরু থেকেই মিমি ক্রমেই তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে। সেই ব্যাবধান বাড়তে বাড়তে এক সময় লক্ষের গন্ডি ছাড়িয়ে যায়। যদিও ভোট গ্রহণ কেন্দ্রে বিকাল পর্যন্ত মিমিকে দেখা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মিমির প্রাপ্ত ভোট ৬ লাখ ৮৭ হাজার ৪৯১। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপির অনুপম হাজরা ৩ লাখ ৯২ হাজার ৫৮৪ এবং বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৩ লাখ ১ হাজার ৪৫১টি ভোট পেয়েছেন। পাশাপাশি নোটায় ১৫ হাজার ৫১৪টি ভোট পড়েছে। সেই দিক দিয়ে মিমি ২ লাখ ৯৫ হাজার ১৬৩ ভোটে এগিয়ে। মিমির এই বিপুল পরিমাণ ভোটে জয়ের পিছনে আবারও সেই ভাঙড়ের ভোট বাক্স কাজ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
যাদবপুরে জয়ী তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী
শুক্রবার,২৪/০৫/২০১৯
670
নিজস্ব প্রতিবেদক ---