১,২৭,১৪৯ ভোটের ব্যবধানে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়


শুক্রবার,২৪/০৫/২০১৯
632

১,২৭,১৪৯ ভোটের ব্যবধানে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল সিনহা কে পরাজিত করে এই কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন তার কাছে এ জয় নতুন নয় এই নিয়ে নবার তিনি নির্বাচিত হলেন। নিজের জয় খুশি হলেও দলের যে ফলাফল তা নিয়ে যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেন দলের এই বর্ষীয়ান নেতা। কেন এমন খারাপ ফল হলো দলের তা পর্যালোচনার পরে বোঝা যাবে বলে মন্তব্য করেন তিনি।

তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি রাজ্য কে তাদের বিশেষ পাখির চোখ করেছিল এবং প্রধানমন্ত্রী বারবার এরাজ্যে নির্বাচনী জনসভায় এসেছিলেন। নানাভাতি এ রাজু কে চাপে রাখার চেষ্টা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন অভিযোগ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট