“সবকা সাথ+ সবকা বিকাশ+ সবকা বিশ্বাস= বিজয়ী ভারত:”মোদি


বৃহস্পতিবার,২৩/০৫/২০১৯
506

নিজস্ব প্রতিবেদক---

বাংলা এক্সপ্রেস ডেক্স: সবকা সাথ যোগ সবকা বিকাশ যোগ সবকা বিশ্বাস সমান বিজয়ী ভারত। এমনই বললেন নরেন্দ্র মোদী। ফেসবুক পোষ্ট এবং ট্যুইটার হ্যান্ডেলে মোদী এই কথা লেখেন। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আবার ক্ষমতায় ফিরতে চলেছে। এই খবরের উপর ভিত্তি করে মোদির এই বার্তা। মোদির দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। মোদির ট্যুইটটা ঠিক এরকম, “সবকা সাথ+ সবকা বিকাশ+সবকা বিশ্বাস= বিজয়ী ভারত ।” তিনি আরও লেখেন, “আমরা একসঙ্গে থেকে উন্নতি করব, সমৃদ্ধশালী হব এবং শক্তিশালী দেশ গঠন করব । ভারত ফের জিতল ।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট