অর্জুন তীরে বিদ্ধ মদন, হারলেন প্রায় ২২ হাজার ভোটে


বৃহস্পতিবার,২৩/০৫/২০১৯
711

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, ভাটপাড়া: অর্জুন তীরে বিধলেন মদন মিত্র। অর্জুন সিংহের পুত্র পবন সিংহের নিকট প্রায় ২২ হাজার ভোট হারলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী। ভোটটা ছিল তাঁর কাছে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই । কিন্তু, পারলেন না মদন মিত্র । ভাটপাড়া উপনির্বাচনে পরাজিত হলেন তিনি । ২২ হাজারের বেশি ভোটে হেরে গেলেন। আজ ফল প্রকাশের পর দেখা যায় মদন মিত্র পেয়েছেন ৩২ হাজার ৬৪৪ টি ভোট। অন্য দিকে, BJP প্রার্থী অর্জুন পুত্র পবন পেয়েছেন ৫৪,৭০১ ভোট। তৃণমূলের হেবিওয়েট প্রার্থী হিসাবে ২০১১ বাড়ি থেকে জয়লাভ করেছিলেন মদন মিত্র। বিধায়ক থাকাকালীন সময়েই সারদা কাণ্ডে নাম জড়িয়ে জেলে যেতে হয় তাঁর। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মদন তৃণমূল থেকে ফের টিকিট পান। জেল থেকে লড়াই করে হেরে যান তিনি। কিছুদিন আগে ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। অর্জুন লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে বিজেপির হয়ে টিকিট পান। ফলে ভাটপাড়া আসনটি শূন্য হয়। ১৯ মে লোকসভা নির্বাচনের সঙ্গে ভাটপাড়ার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট