রাজ্যে বাড়ছে পদ্ম, বামেরা খাতা খুলতে ব্যার্থ, কংগ্রেসও ধুঁকছে


বৃহস্পতিবার,২৩/০৫/২০১৯
690

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেক্স: রাজ্যে বাড়ছে পদ্ম। তাদের বাড়বাড়ন্ত তৃণমূলকে গভীর চিন্তায় ফেলেছে। বামেরা খাতা খুলতেই পারেনি। ১টি আসনে এগিয়ে থেকে ধুঁকছে কংগ্রেসও।৪২ টি আসনের সবকটিতেই চলছে গণনা কাজ। প্রতিবেদন লেখা অবধি ফলাফলে তৃণমূল এগিয়ে ২৫ টি আসনে। বিজেপি ১৬ টি আসনে এগিয়ে রয়েছে। আজ গণনা হচ্ছে পশ্চিমবঙ্গের ৬ টি বিধানসভা উপনির্বাচনের ফলও।সেখান সেখানে ৩ টি করে আসনে এগিয়ে তৃণমূল ও বিজেপি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট