ভোটের ফলাফল যাই হোক শান্তি বজায় রাখার আবেদন করে ফেসবুক বার্তা সোমেন মিত্রের


বৃহস্পতিবার,২৩/০৫/২০১৯
733

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেক্স: ভোটের ফল যাই হোক পক্ষে অথবা বিপক্ষে শান্তির আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের। বুধবারে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে তিনি এই আবেদন জানান। সোমেন মিত্র বলেন, “ভোটগণনা চলাকালীন এবং গণনা শেষ হলে সকলে শান্তি বজায় রাখুন। অকারণে উত্তেজনা কিংবা গুজব ছড়াবেন না। যে দলই শেষ অবধি জয়ী হোক না কেন, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এই দেশের শান্তি যেন বজায় থাকে, এই আমাদের আবেদন।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট