বাংলা এক্সপ্রেস, নরেন্দ্রপুর: চোখে দেখতে পায়না শুভদীপ। শুভদীপের শুভদৃষ্টি হীনতা তার সফলতার পথ আটকাতে পারেনি। সাফল্যের শীর্ষে নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজের ছাত্ররা। মিশন কতৃপক্ষের দাবি দৃষ্টি শক্তিহীন ছাত্ররা এবছর রেজাল্টে তাক লাগিয়ে দিয়েছে। সর্বোচ্চ নম্বর পেয়ে গত তিরিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এই প্রতিষ্ঠানের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী শুভদীপ মন্ডল। শুভদীপের প্রাপ্ত নম্বর ৬৬৩, শতাংশের হিসাবে ৯৪.৫ %।শুভদীপ জন্ম থেকেই অন্ধ। বাবা-মায়ের অনেক চেষ্টাতেও শুভদীপ ফিরে পাইনি তার দৃষ্টি শক্তি ।
শুভদৃষ্টি হীন শুভদীপ তাক লাগাল ৬৬৩ পেয়ে
বৃহস্পতিবার,২৩/০৫/২০১৯
421
নিজস্ব প্রতিবেদক ---