নিজস্ব প্রতিবেদন ; এ বছর বিশ্বকাপ এর আসর বসতে চলেছে ইংল্যান্ডে। এই বছর বিশ্বকাপে প্রচুর রান হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বুধবার ভোর চারটেয় ইংল্যান্ড উড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। পাশাপাশি এক সাংবাদিক সন্মেলনে বিরাট কোহলি জানান এই বিশ্বকাপে আমার চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। পরিস্থিতি অনুযায়ী দল খেলার চেষ্টা করবে। সামনে যে প্রতিপক্ষই থাকুক। আমাদের মানসিকতা একই থাকবে। প্রত্যেকে নিজের ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল। ধারাবাহিকতা ধরে রাখাই দলের মূল লক্ষ্য। স্বাভাবিক ভাবে বিশ্বজুড়ে বিশ্বকাপ নিয়ে উত্তেজন তুঙ্গে। তবে ভারতীয় দলের জন্য সুখবর ইতিমধ্যে টিম ইন্ডিয়ার অল রাউন্ডার কেদার যাদব পুরোপুরি সুস্থ। যা অনেকটাই স্বস্তি দিয়েছে টিম ইন্ডিয়াকে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ইংল্যান্ডের উইকেটে এবার বড় রান উঠবে।
বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে
বুধবার,২২/০৫/২০১৯
643
বাংলা এক্সপ্রেস---