নিজস্ব প্রতিবেদনঃ কিছুতেই কমছে না গরম। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা। তীব্র গরমে নাজেহাল শহরবাসী। স্বাভাবিক ভাবে তাপমাত্রার পারদ বেড়েই চলেছ। এহেন চরম আবহাওয়া থেকে আপাতত রেহাইয়ের কোনও আশা শোনাল না আবহাওয়া দপ্তর। কলকাতা শহরের আবহাওয়া একই রকম থাকবে। আবহাওয়া দপ্তর সুত্রের খবর তাতে সাময়িক তাপমাত্রা কমলেও গরম থেকে রেহাই মিলবে না। পাশাপাশি কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। এমনই ভয়ঙ্কর গরমে জেরবার অবস্থা শহরবাসীর। গরম তো আছেই তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। স্বাভাবিক ভাবে তীব্র গরমে নাজেহাল শহরবাসী। শহর থেকে জেলা জুড়ে চলছে গরমের দাপট। অস্বস্তিকর আবহাওয়া, গরমে জেরবার শহরবাসী।
অস্বস্তিকর আবহাওয়া, গরমে জেরবার শহরবাসী
বুধবার,২২/০৫/২০১৯
667
বাংলা এক্সপ্রেস---