বাংলা এক্সপ্রেস, ধনিয়াখালি: মাধ্যমিকে দশম স্থান অধিকার করে ধনিয়াখালির নাম উজ্জ্বল করলেন সৌম্যদীপ দত্ত। তাকে সংবর্ধনা জানাতে বাড়ীতে যান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। তিনি সোহমের হাতে পুষ্পস্তবক তুলে দেন। কথা বলেন সৌম্যদীপ ও তার বাড়ির লোকের সঙ্গে। বেশ কিছুক্ষণ মন্ত্রী সেখানে কাটান। আশ্বাস দেন যে কোন প্রকার সহযোগিতা করার। সৌম্যদীপের প্রাপ্ত নম্বর ৬৮১।
মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম সৌম্যদীপের বাড়ীতে মন্ত্রী অসিমা পাত্র
বুধবার,২২/০৫/২০১৯
581
নিজস্ব প্রতিবেদক ---