রাজা রামমোহন রায়ের জন্ম দিবসে আমাদের শ্রদার্ঘ


বুধবার,২২/০৫/২০১৯
820

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেক্স: ১৭৭২ সালের আজকের দিনে অর্থাৎ ২২ মে জন্ম গ্রহণ করেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। ২৭ সেপ্টেম্বর ১৮৩৩ সালে ৬১ বছর বয়সে মৃত্যু বরণ করেন তিনি।মৃত্যু কালে তিনি ইংল্যান্ডে অবস্থান করছিলেন। রাম মোহনের জন্মস্থান তার মামার বাড়ী হুগলি জেলার শ্রীরামপুরে। তাঁর পিতার বাড়ী ওই জেলারই রাধানগর গ্রামে। রামমোহনের পিতার নাম রাকান্ত ও মাতার তারিণী দেবী। ‘সতীদাহ’ প্রথার মতো ভয়ঙ্কর প্রথা রোধে রামমোহনের ভুমিকা অনস্বীকার্য। ধর্ম ও সমাজ সংস্কারের সঙ্গে তিনি রচণা করেন একাধিক বই। সম্পাদনে করেন বেশ কিছু পত্র পত্রিকা। প্রতিষ্টা করেন ‘ব্রাহ্মসমাজ’। বাংলার নবজাগরণের ‘পথিকৃৎ’ বলা হয় তাঁকে। ১৫ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। রামমোহন একাধিক ভাষায় পন্ডিত ছিলেন। জানতেন সংকেত, উর্দু, ফারসি, হিব্রু, গ্রিক প্রভৃতি ভাষা। আজ তাঁর জন্ম দিবস সারা রাজ্য শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট