মাধ্যমিকে ৬৭১ পেয়ে ‘অশান্ত’ ভাঙড়ের মুখোজ্জ্বল করল সাহিল


বুধবার,২২/০৫/২০১৯
600

সাদ্দাম হোসেন মিদ্দে---

বাংলা এক্সপ্রেস, ভাঙড়: মঙ্গলবার ২১ মে প্রকাশিত হল ২০১৯ মাধ্যমিক পরীক্ষার ফল। ৬৯৪ পেয়ে রাজ্যে প্রথম হয়েছে সৌগত দাস। দক্ষিণ ২৪ পরগণা জেলায় প্রথম দশে জায়গা পেয়েছে ২ জন। ৬৮৩ নম্বর পেয়ে অষ্টম হয়েছে আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের শ্রীমন্তী চক্রবর্তী এবং ৬৮২ নং পেয়ে নবম হয়েছে নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশনের ঐকিক মাঝি। জেলায় তাদের স্থান যথাক্রমে প্রথম ও দ্বিতীয়। তবে ৬৭১ নম্বর পেয়ে ভাঙড়ের মুখোজ্জ্বল করেছে সাহিল আলি মোল্লা। সে ভাঙড় হাইস্কুলের ছাত্র।শতবর্ষ প্রাচীন ভাঙা উচ্চ বিদ্যালয়

রাজনৈতিক কারণে বরাবর শিরোণাম জুড়ে থাকে দক্ষিণ ২৪ পরগণা জেলার উত্তরতম প্রান্ত ভাঙড়। অতিসাম্প্রতিক কালে পাওয়ার গ্রিড নির্মাণকে ঘিরে গুলি-বোমায় কেঁপে উঠত এলাকা। আরও একটি কারণে অবশ্য ভাঙড় বিখ্যাত। সেটা হল এখানকার তাজা সবজি। ভাল ফসল ফলানোর কারণে একাধিকবার ‘কৃষকরত্ন’ পুরস্কার পেয়েছে ভাঙড়ের কৃষকরা। তবে পড়াশুনাতেই পিছিয়ে নেই ভাঙড়। বেশ কিছুদিন আগেই ২০১৯ মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাঙড়ের সাতুলিয়া মাদ্রাসার দুই ছাত্র প্রথম দশে জায়গা করে নিয়েছিল। একজন হয়েছিলে তৃতীয় এবং অপরজন দখল করে ষষ্ঠ স্থান।বিষয় ভিত্তিক সাহিলের নাম্বার

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট