রাজ্যে অষ্টম এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রথম শ্রীমন্তি চক্রবর্তী


মঙ্গলবার,২১/০৫/২০১৯
1827

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, দক্ষিণ ২৪ পরগণা:রাজ্যে অষ্টম এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রথম হল শ্রীমন্তী চক্রবর্তী। ২০১৯ মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৬৮৩।শ্রীমন্তীর বাবা ঝন্টু চক্রবর্তী মেডিসিন কোম্পানিতে কাজ করেন।

শ্রীমন্তী এবছর দক্ষিণ ২৪ পরগণা জেলার আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে ছিল। সে জানিয়েছে তার প্রিয় দুই বিষয় ইতিহাস ও ভূগোল। তার শকের বিষয় বলতে ছবি আঁকা এবং গল্পের বই পড়া। সে গান শিখত বলেও জানিয়েছে। তার দুজন গৃহশিক্ষক ছিল বলে জানা গেছে। পড়াশুনার নির্দিষ্ট কোন রুটিন ছিল না তার। যখন মনে হতো তখনই পড়তে বসত সে।

শ্রীমন্তীর ভিষয় ভিত্তিক নাম্বার গণিতে সে ১০০ পেয়েছে। বাংলা এবং ইংলিশ দুটতেই সে পেয়েছে ৯৬।ইতিহাস, ভুগোল এবং জীবনবিজ্ঞানে তার প্রাপ্ত নম্বর ৯৮।ভৌতবিজ্ঞানে তার নম্বর ৯৭।

শ্রীমন্তীর নজরকাড়া সাফল্যে খুশির হাওয়া তার গ্রামে। তার এই সাফল্যের পিছনে বাবা-মা এবং পরিবারের ভুমিকা রয়েছে বলে সে জানায়। যৌথ পরিবারে তার বেড়ে ওঠা। সে গর্বিত করেছে তার স্কুল আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়কে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট