ঝাড়গ্রাম :- প্রথম দশ স্থানের মধ্যে ঢুকে পড়ল ঝাড়গ্রামের বাঁধগোড়া অঞ্চল হাইস্কুলের ছাত্র শুভদীপ মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮১। টিভির মাধ্যমে এই খবর জানতে পেরে মায়ের হাত থেকে প্রথম মিস্টি মুখ করল শুভদীপ।পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.০৭%। সাফল্যের হারে সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর (পাশের হার ৯৬.১০%)।কলকাতা দ্বিতীয় স্থানে (পাশের হার ৯৪%)। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর(পাশের হার ৯২.৩০%)।
রাজ্যের দশম স্থানাধিকারী ঝাড়গ্রামের শুভদীপ মাঝি
মঙ্গলবার,২১/০৫/২০১৯
577
বাংলা এক্সপ্রেস---