ট্রেন অবরোধে অচল শিয়ালদা মেইন শাখা


মঙ্গলবার,২১/০৫/২০১৯
586

বাংলা এক্সপ্রেস---

কাকিনাড়া 29 নম্বর রেলগেট অবরোধ সকাল 8.25 থেকে। এখনও অবরোধ চলছে। স্টেশনের মধ্যেই 4টে বোম মারা হয়েছে। একটি ট্রেন ডাউন লাইনে দাঁড়িয়ে ছিল তখন। অপরদিকে 29 নম্বর রেলগেটের কাছে 1 নম্বর ও 3 নম্বর লাইনে দুটি ট্রেন আটকে আছে।
শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল বন্ধ। বিভিন্ন রেল স্টেশনে থমকে রয়েছে লোকাল ট্রেন। চরম নাকাল নিত্যযাত্রীরা। ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনের পর নির্বাচন-পরবর্তী অশান্তি অব্যাহত ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কাঁকিনাড়া এলাকায়। তার জেরে কাঁকিনারায় সোমবারও রেল অবরোধ চলেছিল টানা 3 ঘণ্টার বেশি সময় ধরে। মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটলো না। এদিনও রেললাইনে বসে পড়েছেন ওই এলাকার বহু মানুষ। বন্ধ আপ ও ডাউন ট্রেন। রেল বহির্ভূত কারণে অবরোধের জেরে যাত্রীদের দুর্ভোগ বলে রেল সূত্রে খবর। তবে শিয়ালদহ থেকে বারাকপুর পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে রেল প্রশাসন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট