নিজস্ব প্রতিবেদন ; আর হাতে গোনা কয়েকটা দিন, শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ । এ বারের বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ড। প্রতিটি দল প্রস্তুত নিজের সেরাটা দিতে ।চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এবারের বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনারের মধ্যে প্রথমেই যাঁর নাম উঠে আসছে, তিনি শিখর ধওয়ন। ধওয়নের ঝোড়ো ইনিংসের অপেক্ষায় রয়েছেন আপামর ক্রিকেটপ্রেমীরা। বিদেশের মাটিতে তাঁর রেকর্ড বরাবর ভালো। বিদেশের মাটিতে বহুবার জ্বলে উঠেছে তাঁর ব্যাট। স্বাভাবিক ভাবে এই বছর চলতি আই পি এলে তাঁর ঝোড়ো ইনিংস এখন মনে রেখেছে অনেকে। ইংল্যান্ডের ফ্লাট পিচে তাঁর ব্যাটিং ঝড় এর আগেও মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি বিশ্বকাপের ফরম্যাটের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে পুরস্কারমূল্যও। এবার রেকর্ড অঙ্কের পুরস্কারমূল্য তুলে দেওয়া হবে চ্যাম্পিয়নের হাতে। সবমিলিয়ে বিশ্বজুড়ে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে।
বেজে উঠেছে বিশ্বকাপের দামামা, অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা
মঙ্গলবার,২১/০৫/২০১৯
601
বাংলা এক্সপ্রেস---