কিছু বিক্ষিপ্ত অশান্তি ঘটনা ছাড়া সপ্তম তথা শেষ দফার নির্বাচনে রাজ্যের ৯ টি লোকসভা ও ৪ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রবিবার নির্বাচন শেষে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। তিনি বলেন এই নটি লোকসভা কেন্দ্রে মোট 111 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিভিন্ন ঘটনায় মোট 346 জন কে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। দুই জায়গায় প্রার্থীর গাড়ি আক্রান্ত হয়েছে বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে এডিভি সিদ্ধিনাথ গুপ্ত জানান, পুলিশের তিনটি গাড়ি ও একটি দেশের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। মাঠপাড়া বিধানসভা উপনির্বাচনে বোমাবাজির ঘটনা ঘটে বলে জানান তিনি। এই ঘটনায় মোট ৩ জন আহত হয়। ভাগ করে বোমাবাজির ঘটনায় মোট 18 জনকে গ্রেফতার করা হয়েছে। একটি অংশ আটক করা হয় বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেও সিনিয়র অফিসারদের ক্যাম্প করে সেখানে রয়েছেন বলে সিদ্ধিনাথ গুপ্তা এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন।
নির্বাচন শেষ হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে থাকবে কিনা তা তানি স্পষ্ট কিছু জানাতে পারেননি এডিজি ল ইন অর্ডার সিদ্ধিনাথ গুপ্তা। তিনি বলেন স্ট্রং রুমের জন্য 82 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে।
কিছু বিক্ষিপ্ত অশান্তি ঘটনা ছাড়া মিটল সপ্তম তথা শেষ দফার নির্বাচন
মঙ্গলবার,২১/০৫/২০১৯
597
বাংলা এক্সপ্রেস---