রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার বেলদায়


মঙ্গলবার,২১/০৫/২০১৯
596

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার বেলদায়। মৃতের নাম শ্রীকান্ত সিং(৩৫)।গুজরাট,চেন্নাইতে কাজ করত ওই যুবক।সকালে মৃত অবস্থায় বাড়ির মধ্যে দেখতে পায় পরিবারের লোকজন।পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
ঘটনা বেলদা থানার অন্তর্গত বেংদা গ্রামে।সকালে রক্তাক্ত অবস্থায় তাকে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়।হাতে গলায় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগ রয়েছে।সুপারি কিলার দিয়ে খুন অনুমান গ্রামবাসীর।মিঠুন সিং নামে এক যুবকের দিকে আঙুল তুলছে পরিবারের লোকজন।জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে কেশিয়াড়ি থানার ভসরার পাশের গ্রামের এক যুবক ওই ব্যক্তির সাথে থাকত।গত রাত থেকে তাকে দেখা যায়নি গ্রামে।সুত্রের খবর শ্রীকান্তের স্ত্রী মঞ্জু সিং এর একাধিক অবৈধ সম্পর্ক জেনে ফেলায় একমাস ধরে বাড়ি ছাড়া সে।
এলাকাবাসীদের দাবি,তার স্ত্রী চক্রান্ত করে সুপারি কিলার দিয়ে তাকে খুন করেছে।বেলদা থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে।তদন্তে নেমেছে পুলিশ।নিতান্তই শান্ত স্বভাবের শ্রীকান্তের মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট