নিজস্ব প্রতিবেদন ; গরমের দাপুটে ইনিংস থেকে কিছুতেই রেহাই মিলছেনা সাধারন মানুষের। বেলা বেড়ে চলার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা। তীব্র গরমে নাজেহাল সাধারন মানুষ। আগামীকাল বিকেলে বৃষ্টিতে ভিজেছিল মহানগর। ফলত কিছুটা হলেও স্বস্তির আশ্বাস পেয়েছিল রাজ্যবাসী। তবে আজ সকাল থেকেই আবার পারদ চড়তে থাকে , বাড়তে থাকে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চললেও, আগামী ২-৩ ঘন্টার মধ্যেই ঝড়-বৃষ্টিপাতে সাময়িক স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা৷ পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের মতো কিছু জেলাতে মধ্যমানের বৃষ্টি হতে পারে৷ এছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পুর্বাভাস রয়েছে। সুতরাং তীব্র গরমের হাত থেকে স্বস্তি পেতে পারে রাজ্যবাসী।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পুর্বাভাস
সোমবার,২০/০৫/২০১৯
705
বাংলা এক্সপ্রেস---