নিজস্ব প্রতিবেদনঃ রবিবার ছিল শেষ দফার ভোট। কাল থেকে সূর্যের চোখরাঙানিতে কাহিল শহর থেকে শহরতলির মানুষ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রার পারদ৷ তবে বিকেলে গড়ানোর সাথে সাথে আকাশের মুখ করে উঠেছিল ভার। অবশেষে হল প্রতিক্ষার অবসান। অবশেষে দেখা মিলল বৃষ্টির। স্বাভাবিক ভাবে সকালে তীব্র গরমের হাত থেকে ভোটের দিন সাময়িক স্বস্তি পেল সাধারন মানুষ। রবিবার বিকেলে শহর কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি হয়। আবহাওয়ার এমন ভোলবদলে স্বস্তির নিশ্বাস মহানগরে। বৃষ্টির জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষারত ছিল শহরবাসী। অবশেষে দেখা মিলল বৃষ্টির। স্বাভাবিক ভাবে স্বস্তির আশ্বাস পেল শহরবাসী।
বৃষ্টিতে ভিজল শহর কলকাতা
সোমবার,২০/০৫/২০১৯
719
বাংলা এক্সপ্রেস---