আক্রান্ত যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা


রবিবার,১৯/০৫/২০১৯
741

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, যাদবপুর: আক্রান্ত যাদবপুরের বিজেপি প্রার্থী অধ্যাপক অনুপম হাজরা। বিজেপির মণ্ডল সভাপতি অরিন্দম রায়কে মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় অনুপম হাজরার গাড়িতে । ঘটনা যাদবপুরের ১০৯ নম্বর ওয়ার্ডের হেলেন কেলার স্কুলের সামনে। বুথে ছাপ্পা চলছে বলে অভিযোগ পেয়ে সেখানে যান অনুপম। অভিযোগ, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ বিজেপি প্রার্থীর। মারধরের ঘটনায় মন্ডল সভাপতি অরিন্দম রায়ের দাঁত ভেঙে যায়। ঘটনায় অভিযোগের তীর তৃণণূলের বিরুদ্ধে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট