বাদুড়িয়ার সায়েস্তা নগরে ছাপ্পা ভোটসহ অনিয়মের অভিযোগ


রবিবার,১৯/০৫/২০১৯
620

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, বাদুড়ীয়া: বসিরহাট লোকসভা কেন্দ্রের বাদুড়িয়ার সায়েস্তা নগরের কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে একাধিক অনিয়মের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ২০০ মিটারের মধ্যে প্রচুর লোকের জমায়েত। পরে পুলিশ স্কোয়াড এসে জমায়েত সড়িয়ে দেয়। এক মহিলার দাবি করেন, তিনি ভোট দিতে পারেননি। অপর একজন পাশে এসে বোতাম টিপে দেন বলে তার অভিযোগ । এদিন দেখা যায়, নীল জামা পরা একটি ছেলে ২২০ নম্বর বুথ থেকে বেরিয়ে দৌড়চ্ছে। ২১৯ নম্বর বুথে দেখা যায় , এক মহিলার হয়ে ভোট দিয়ে দিচ্ছেন আরেক মহিলা। ওই বুথেই দেখা গেল ইভিএমের পাশে বসে এক এজেন্ট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট