উপনির্বাচনে উত্তপ্ত ভাটপাড়া, পড়ল বোমা


রবিবার,১৯/০৫/২০১৯
505

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, ভাটপাড়া: বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হল ভাটপাড়া।রবিবার দফায় দফায় বোমাবাজিতে রণক্ষেত্র হয়ে ওঠে কাঁকিনাড়া বাজার এলাকা। কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিতে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। বোমার আঘাতে রক্তাক্ত হন বেশ কয়েকজন ব্যক্তি। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।এলাকায় উত্তেজনা রয়েছে।

ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়ায় আসনটি খালি হয়। অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। অপর দিকে অর্জুন পুত্র পবন সিং বিজেপির প্রার্থী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট