বিশ্বকাপের আগেই ফিট কেদার যাদব


শনিবার,১৮/০৫/২০১৯
732

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ চলতি মরসুমে আই পি এল চলাকালীন চোট পেয়েছিলেন কেদার যাদব। পাশাপাশি এই বছর ভারতীয় বিশ্বকাপ দলে তিনি সুযোগ পেয়েছিলেন। কিন্তু এই বছর চলতি আই পি এলে চোট পাওয়ার ফলে কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছিল টিম কোহলিকে। ফলে তাকে কিছুদিনের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল। আর কিছুদিনের অপেক্ষা তাঁর পর শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। কিন্ত তাঁর আগেই সুখবর ভারতীয় দলের জন্য। চোট সারিয়ে বিশ্বাকাপে খেলার জন্য ফিট ঘোষিত হয়েছেন কেদার যাদব।ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান পুরোদস্তুর ফিট,এদিন জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার ফিজিও প্যাট্রিক ফারহার্ট। ফলত চোট সারিয়ে তিনি এখন ফিট । আগামী ২২ মে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাবে। ভারতীয় দল উড়ে যাবে ইংল্যান্ডের উদ্দেশ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট